Icche lyrics song Hasan S. Iqbal & Dristy Anam Bangla Lyrics Gaan
----------
-----------------------------------------------------------------------
Song Credits
Song: Icche
Singer: Hasan S. Iqbal & Dristy Anam
Lyric: Neel Mahabub
Tune: Sharif Sumon and Syed Real
Studio: Soundhacker
Direction & Cinematography: Parbot Raihan
Editing: R.K. Shuvo
----------
-------------------------------------------------------------------------------
Icche Song Lyrics In Bangla :
ইচ্ছে হলে ভালোবাসিস ইচ্ছে হলেই না
ইচ্ছে হলে শুধুই বলিস কিছুই শুনিস না।
তোর ইচ্ছে গুলো এমন কেন
আমায় বলে যা,
তোর ইচ্ছে গুলো একটু-আধটু
আমায় দিয়ে যা।
শুধু ভালোবেসে যা...
তোর ইচ্ছের ভিড়ে আছে কিনা জানি
কাছে আসা ভীষণ হাতছানি,
তোর ইচ্ছের নদী এঁকেবেঁকে চলে
অনিচ্ছের বৈঠা সঙ্গী করে।
তোর ইচ্ছে গুলো মেঘের মতো
বৃষ্টি হয়ে যা,
তোর ইচ্ছে গুলো খামখেয়ালি
আবেগ মেখে যা।
তোর ইচ্ছে গুলো এমন কেন
আমায় বলে যা,
তোর ইচ্ছে গুলো একটু-আধটু
আমায় দিয়ে যা।
শুধু ভালোবেসে যা ..
তোর ইচ্ছের ঘুমে আছে কিনা জানি
হুঁ.. স্বপ্ন বোনা রঙীন সুতো খানি,
তোর ইচ্ছের গল্প অল্প-সল্প জানি
আলো জুড়ে বায়নার কারসাজি।
তোর ইচ্ছে গুলো কাজল কালো
ছিপ ফেলে যা,
তোর ইচ্ছে গুলো মিথ্যে হলে
সুতো হয়ে যা।
তোর ইচ্ছে গুলো এমন কেন
আমায় বলে যা,
তোর ইচ্ছে গুলো একটু-আধটু
আমায় দিয়ে যা।
শুধু ভালোবেসে যা..
----------
----------------------------------------------------------------------------------------
THANKS YOU SO MUCH ALL
0 Comments