Allahu Akbar Lyrics in Bangla | Samz Vai official | Bengali New Lyrics 2020

Allahu Akbar ( আল্লাহু আকবার) Samz Vai Official Lyrical Video 2020

Allahu Akbar ( আল্লাহু আকবার) Samz Vai Official Lyrical Video 2020

--------
---------------------------------------------------------------------
Song Credits

Title: Allahu Akbar Lyrics
Vocal: Samz Vai
Lyrics&tune: Samz Vai
Label : Samz Vai official

--------
---------------------------------------------------------------------

Allahu Akbar Lyrics in Bangla By Samz Vai;

ভেবে দেখো তুমি ছিলে কোথায় ? আসিলে এ কোন
ভেবে ? যা করেছো সবি নিজের লাগি, তুমি আর কত
দিন রবে ?

তুমি মানো সবি নিছক, তবু মায়া কিসের তরে?
তোমার আসার সঙ্গী কে ছিলো, কে যাবে তোমার
ঘরে?

তুমি নিজেই তো পর সবার কাছে? আপন কে আর হবে?
বলো মন শুনি একবার, আল্লাহ আকবর কত দিন থাকবে
তুমি ভবে?

বলো মন শুনি একবার, আল্লাহ আকবর....এ দুনিয়া
তোমায় ভুলে যাবে। তুমি যাকেই ভাবলে আপন তোমার,
সেই তো গেলো চলে.....

তুমি নিজেই নকশা একে হাটছো, মৃত্যুর এই মিছিলে......
তুমি চোখটা বন্ধ করে দেখো, অনেক যেতে হবে.....
তোমার কিসের পৃথিবী, কিসের সময়, সবি তুচ্ছ হয়ে যাবে।

বলো মন শুনি একবার, আল্লাহ আকবর কত দিন থাকবে
তুমি ভবে?বলো মন শুনি একবার, আল্লাহ আকবর....এ দুনিয়া
তোমায় ভুলে যাবে।

বলো মন শুনি একবার, আল্লাহ আকবর কত দিন থাকবে
তুমি ভবে?বলো মন শুনি একবার, আল্লাহ আকবর....এ দুনিয়া
তোমায় ভুলে যাবে।

--------
---------------------------------------------------------------------

Post a Comment

0 Comments

close