Corona Virus Song Lyrics in Bengali | Atif Ahmed Niloy | Bengali New Song Lyrics 2020

Here Presenting New Bangla Sad Song Of "Corona Virus Song" Written & Song By Atif Ahmed Niloy. atif ahmed niloy new song 2020 OTHERS Religions PEOPLE Please THINK POSITIVE This SONG is ABOUT ONLY MUSLIM PEOPLE - ভাল লাগলে শেয়ার করুন - 💖

Corona Virus Song Lyrics in Bangla | Atif Ahmed Niloy | Bengali New Song Lyrics 2020

-----
------------------------------------------------------------------

Song Credits

Song - করোনা থেকে বাঁচতে আল্লাহ্‌ কে ভয় করুন
Vocal - Atif Ahmed Niloy
Written - Atif Ahmed Niloy
Music - A H Turjo
Label - SamsuL OfficiaL

-----
------------------------------------------------------------------

করোনা থেকে বাঁচতে আল্লাহ্‌ কে ভয় করুন লিরিক্স;

বাংলাদেশের মানুষ আমরা বেশি বুঝি
কম না, হাসি কাশি হইলে বুঝি তার
হইছে করোনা।

এত বুঝা বুঝ তোমরা নামাজ কেন পড়
না, পাপের বোঝা ভারী হইছে আল্লাহ্‌র
গজব বুঝ না।

দিল্লীতে মসজিদ পুড়িল তোমরা বিচার
করলা না, এক করোনা গজব দিয়া কাউরে
ছাড়বে না।

তারা মসজিদ ভাইঙ্গা তোমরা কোন শাস্তি
পাইবা না, কারে কি বলিব ভাই নিজেরা
তো ভাল না।

পড়ি না আমরা নামাজ কালাম, করোনা নিয়ে
শুধু হাম তাম, আসে না মনেতে মৃত্যুর ভয়।

মসজিদে তালা মারে ইহুদীর দল, মুখেতে নাই
আল্লাহ্‌ নাম করতেছ না তওবা, ফেসবুকেতে
স্ট্যাটাস এ শুধু মাফ চাইবা।

জুম্মার দিন মসজিদেতে যাইয়া দিবা উঁকি, মানো
না তো আল্লাহ্‌র বিধান দাও শুধু ফাঁকি, এ কেমন
জামানা ভাই কারো ভিতর ইমান নাই।

পাখি করে কাবা তাওযাফ সবাই কি তা দেখে
নাই, আসুন এইবার আসল কথায় সবাই হব
সচেতন।

করোনাকে দূরে রাখব বাংলাদেশের জনগণ,
পড়ি না আমরা নামাজ কালাম, করোনা নিয়ে
শুধু হাম তাম,

আসে না মনেতে মৃত্যুর ভয় মসজিদে তালা
মারে ইহুদীর দল।

নিয়ে আতঙ্ক নয় , সচেতন হোন খুব জরুরী কাজ
না থাকলে বাসা থেকে বের হবেন না ,ম মাস্ক
ব্যবহার করুন জনবহুল জায়গায় যাবেন না ,
ঘন ঘন সাবান দিয়ে হাত ধোঁয়ার অভ্যাস করুন।

মানব সেবায় শেয়ার করুন সবার সাথে ধন্যবাদ💗💗


-----
------------------------------------------------------------------

Post a Comment

0 Comments

close