Duroi Jaiona Lyrics in Bangla | Singer Ashraful Pavel | Bengali Song Lyrics 2020

Duroi Jaiona Lyrics দূরই যাইওনা লিরিক্স Singer Ashraful Pavel Sinthia Bangla New Lyrics Song

Duroi Jaiona Lyrics দূরই যাইওনা লিরিক্স Singer Ashraful Pavel Sinthia Bangla New Lyrics Song

Song: Duroi Jaiona
Singer: Ashraful Pavel
Tune & Lyric: Ashraful Pavel
Music Production: Akik Haroon
Mix & Master: Ak1MusicStudio
Cast: Pavel & Sinthia
Video Director: Shagufta Hassan
Cinematography: Sirio Baretti & Obaidullah Sammir
Edit & fx: Obaidullah Sammir
Label: Dhruba music station

Duroi Jaiona Lyrics in Bengali;

দিন যায় রাত আশে কত ছবি মনে রয়ে
যায়, তর এই আশাতে কত দিন আমার
কেটে যায়, আই পিরে আই

চুক্ষের তাঁরাই স্বপ্ন হয়ে তাক । এ মনটারে
আচল দিয়ে একটু ধরে রাখ,আই পিরে আই
চুক্ষের তাঁরাই স্বপ্ন হয়ে তাক ।

এ মনটারে আচল দিয়ে একটু ধরে রাখ,
প্রেম ওর আগুন ও তুমি পোরাইয়া মারিও
না,

আমারে একলা তয় দুরে যাইও না
প্রেম ওর আগুন ও তুমি পোরাইয়া মারিও
না, আমারে একলা তয় দুরে যাইও না।


ভালো লাগে না মন যে মানে না কি যে
করি হাই, তর প্রেমেতে পাগল পাড়া মন
মানে না হাই।

ভালো লাগে না মন যে মানে না কি যে
করি হাই, তর প্রেমেতে পাগল পাড়া মন
মানে না হাই।

জান না কত দিন চলে যায়, তোমারি
শূন্যতাই মানে না মন যে বারণ, হারালে
বলো কোথায় ।

আড়ালে যত ভালোবাসা তকে চুতে
চাই। রিদয়ের যত আশা শুধু তকেই
পেতে চাই।

আই পিরে আই চুক্ষের তাঁরাই স্বপ্ন
হয়ে তাক ।এ মনটারে আচল দিয়ে
একটু ধরে রাখ,

প্রেম ওর আগুন ও তুমি পোরাইয়া মারিও
না, আমারে একলা তয় দুরে যাইও না।

প্রেম ওর আগুন ও তুমি পোরাইয়া মারিও
না, আমারে একলা তয় দুরে যাইও না।

ভালো লাগে না মন যে মানে না কি যে
করি হাই, তর প্রেমেতে পাগল পাড়া মন
মানে না হাই

ভালো লাগে না মন যে মানে না কি যে
করি হাই, তর প্রেমেতে পাগল পাড়া মন
মানে না হাই।


Post a Comment

0 Comments

close