Pajorer Bhanga Hawa Lyrics Song in Bangla | Singer Tahsan | Mosharraf Karim Tasnia Farin | Bengali Lyrics Song 2020

Pajorer Bhanga Hawa Lyrics Song  Lyrics in Bengali Tahsan Mosharraf Karim Tasnia Farin Bangla New Lyrics Song 2020

Pajorer Bhanga Hawa Lyrics in Bengali

Song Credit

Song : Pajorer Bhanga Hawa
Singer : Tahsan Khan
Lyric, Tune & Music : Tahsan Khan
Natok : Roder Opekkha
Director : Mahmudur Rahman Hime
Cast : Mosharraf Karim & Tasnia Farin
Language : Bangla
Label : G-Series


আদিম অকৃত্রিম বর্ণমালা সে জানে ক্ষণিকের পরিচয়ে ছন্দপতনে প্রাণে পাজরের সেই হাড়,

ঐ হৃদয়ের বাম প্রকোষ্ঠে ভারসাম্যহীন
রুগ্ন কাতর, আমি আজ ভীত সন্ত্রস্থ

ঐ আদি মানবী দেখে স্বর্গ যদি হয়
অচেনা অপ্সরীদের আসর চাইনা
আমি স্বর্গ,

আমি তোমার স্পর্শ চাই মিথ্যে অভিনয়
ঠুনকো বাঁধা বিদ্রুপ উপদেশ পারবে না,
কিছুতে থামাতে রাশিতে লেখা এ প্রেম,

তুমি জানো আমি তোমার তুমি জানো,

আমি দেখিনি গল্প শুনেছি অনেক বর্ণনা 
সে যে ফিকে তোমার আদিম ইশারায়
আদি মানবী কি ছলনা নাকি প্রকোষ্ঠ বন্ধনী!

আমি জেনেছি করে হেয়ালি আমি দীপ্র
সে আমারই ভারসাম্যহীন রুগ্ন কাতর,
আমি আজ ভীত সন্ত্রস্ত আদি মানবী দেখে
স্বর্গ,

যদি হয় অচেনা অপ্সরীদের আসর
চাইনা আমি স্বর্গ, আমি তোমার স্পর্শ চাই
মিথ্যে অভিনয় ঠুনকো বাঁধা বিদ্রুপ উপদেশ
পারবে না কিছুতে থামাতে রাশিতে লেখা এ প্রেম

Post a Comment

0 Comments

close