২০১৯-এনকোভি - যা নভেল করোনা ভাইরাস নামে পরিচিত - সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করেছে। এশিয়ার বিভিন্ন অংশ এবং এর বাইরেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।

-----------
-------------------------------------------------------------
-------------------------------------------------------------
-----------
Song Credits
🎵 Song: deshe chole corona, mask keno poro na
🎵 Lyrics & Singer: Nur Nobi
🎵 Tune: Abrar Fahim
🎵Starring tarring : One Zero Squad Team
🎵Label : Autanu Vines
🎵Directed by Autanu Jobayer
-----------
-------------------------------------------------------------
-------------------------------------------------------------
-----------
Deshe Chole Corona Mask Keno Poro Na Lyrics in Bengali;
বাইরে থেকে যখন বাসাতে আসি
হাত মুখ না ধুয়ে যেই রুমেতে বসি
পাশের রুম থেকে দৌড়ে আসে আমার বাপে
বলে বাঁচবেনা তো পরে রোগ বেধির চাপে
দেশে চলে করোনা
কেনো মাস্ক পরনা
আগে বাসাতে এসে
হাতমুখ ধুই পারনা
এইটা সহজ ব্যাপার না
নাপা এক্সট্রা তে যায় না
সবার সেফটি আগে
দেখো ফুইলোনা রাগে
এলাকাতে দেখি বের হিয়না কেউ আর
ধুলা বালিতে যা অবস্থা রাস্তার
কোরোনা ছাড়াও রোগের নাই অভাব
তাও পরিষ্কার করার নাই কারো স্বভাব
চারিদিকে ই তো ঝুঁকি
এদেশে কোরোনা আর কি
দূষণ চলে সারাদিন
কি লাভ রাইখা ডাস্টবিন
এই সব ভাইবা লাভ নাই
আগের থেকে থাকি সেফ টাই
যদি লাগে জর সর্দি
হাসপাতালে হবে ভর্তি
যখন কোরোনা নিয়া ট্রোল দেখি ফেসবুকেতে
ভাবি কখন জানি তোরাও চিপতে
কোরোনা ভাইরাস টা তো কোনো মজার বিষয় না
ভুইলা যাই কেনো তুমিও থাকবেই দেশেতে
বাসাতে এসে আগে হাওয়া দরকার ফ্রেশ
এমনিতে দূষণে টপ এ বাংলাদেশ
যত সব রোগ এসে পরেছে এই দেশে
একটাও লাগে যদি তাইলে জীবন শেষ
-----------
-------------------------------------------------------------
-----------
Thanks You So much All viewers
0 Comments