তোমার প্রেমের মেঘ জমেছে New Song by Ghuri (ব্যান্ড ঘুড়ি) - Akash Islam Lyrics

------------------------------------------------------------------------
Song Credits
Song : Tomar Premer Megh Jomeche
Lyric : Rahul acherjee
Vocal : Shurov Islam
Music & Tune : Akash Islam
Video Edit : Shurov Islam
-----------
-------------------------------------------------------------
Tomar Premer Megh Jomeche Song Lyrics in Bengali;
আমার মনের নীল আকাশে
একটা প্রেমের মেঘ জমেছে
বৃষ্টি হবে ভীষণ
তুমার মনে হয় কি প্রেমের বরষণ সখি
তুমার মনে হয় কি প্রেমের বরষণ
রিমঝিম ঐ শ্রাবণ ধারায়
যাব তোর মন পাড়ায়
যতই কর টালবাহানা
মানবো না বারণ
তুমার মনে হয় কি প্রেমের বরষণ সখি
তুমার মনে হয় কি প্রেমের বরষণ
ভিজব দুজন ফাকা মাটে
স্নান করিব জলের ঘাটে
লজ্জা পেয়ে মুখ ঢেক না দেখিব গড়ন
তুমার মনে হয় কি প্রেমের বরষণ সখি
তুমার মনে হয় কি প্রেমের বরষণ
ভেজা চুলের পরশে হায়
যদি আমার জ্বর এসে যায়
ভয় পেওনা সখি আমার হবেনা মরন
তুমার মনে হয় কি প্রেমের বরষণ সখি
তুমার মনে হয় কি প্রেমের বরষণ
-------------------------------------------------------------
Tomar Premer Megh Jomeche Song Lyrics in Bengali;
আমার মনের নীল আকাশে
একটা প্রেমের মেঘ জমেছে
বৃষ্টি হবে ভীষণ
তুমার মনে হয় কি প্রেমের বরষণ সখি
তুমার মনে হয় কি প্রেমের বরষণ
রিমঝিম ঐ শ্রাবণ ধারায়
যাব তোর মন পাড়ায়
যতই কর টালবাহানা
মানবো না বারণ
তুমার মনে হয় কি প্রেমের বরষণ সখি
তুমার মনে হয় কি প্রেমের বরষণ
ভিজব দুজন ফাকা মাটে
স্নান করিব জলের ঘাটে
লজ্জা পেয়ে মুখ ঢেক না দেখিব গড়ন
তুমার মনে হয় কি প্রেমের বরষণ সখি
তুমার মনে হয় কি প্রেমের বরষণ
ভেজা চুলের পরশে হায়
যদি আমার জ্বর এসে যায়
ভয় পেওনা সখি আমার হবেনা মরন
তুমার মনে হয় কি প্রেমের বরষণ সখি
তুমার মনে হয় কি প্রেমের বরষণ
Thanks You very much all viewers
0 Comments