Take Bole Dio Song Lyrics in Bengali | Samz Vai (তাকে বলে দিও সং লিরিক্স | Samz Vai New Song Lyrics 2020

Take Bole Dio Song Lyrics By Samz vai (তাকে বলে দিও গান লিরিক্স) Samz Vai Song Take Bole Dio Lyrics Samz Vai Official Lyrical Video 2020 - Samz Vai official Lyrics


Take Bole Dio Song Lyrics By Samz vai (তাকে বলে দিও গান লিরিক্স) Bangla New Song Lyrics 2020


-----------------------------------------
Song Credits


Song: Take Bole Dio Song
Vocal- Lyric - Tune : Samz Vai
Video Edite: Lutfor Rahman Emu
Label : Samz Vai official

-----------------------------------------


এইতো সেই দিনের কথাগুলো মনে পড়ে যায়,
চিন্তায় ব্যস্ত বেহুশ কাউকে পাওয়ার আশায়।

কিছু কীর্তি স্মৃতি হয়ে রবে এ মনের দেয়ালে, 
চোখ গুলোও শুকিয়ে যাবে রাতটা পোহালে।(২) 

তবে এই সান্ত্বনা বলো আর কতদিন? 
আর কতকাল দেখিবো আয়নায় চেহারাটা মলিন?

আমার বুকপকেটে রক্তজবা এভাবে শুকিয়ে যায়,
সে আসবে বলে দেখবো তাকে মিথ্যে অপেক্ষায়।

আমার ইচ্ছে মোড়ানো সাদা খামটিও আজো আমার কাছে, তাকে বলে দিও আমার দুঃখ আমার কাছেই আছে।

সেই করে আকাশটা ডেকে ছিলো, তার ভয়েআজো সে নিশ্চুপ।

কোথাকার কে যেনো দেখে ফেলে সেই ভয়ে দেখা
হতো না মুখ। খানিকটা দুর থেকেই তাকিয়েই মন
উদাস, 

আমার সুখের ঘুড়ি রইলো নারে বইলো এ
কোন বাতাস? রাত্রি জুরে কল্পনাতে, দিনে ব্যস্ততা।

ভয় গুলোকে সত্যি করে দিলে পুর্নতা। যাচ্ছে সময়
যাকনা কেটে, সয়ে গেছি আমি। 

সবশেষে হায় আমার কাছে আমি বেশীই দামি।

দিন শেষে কে দিবে স্বান্তনা? এতোদিন এ কথা
কেউ জানতো না।

 হাসি মুখে কথা বলা মানুষটার ভেতরে লুকানো কতো যন্ত্রণা।


-----------------------------------------

💗💓গানটি ভালো লাগলে 👥শেয়ার👥 করতে ভুলবেন না যেন ধন্যবাদ সবাইকে💗💓

Post a Comment

0 Comments

close