Tui Ke Amar Song Lyrics By Keshab Dey ( তুই কে আমার সং লিরিক্স )Bengali Love Song Toke Din Dupure | Heart Touching Song Lyrics video Song - Keshab Dey Lyrics

Song Credits
Song - Tui Ke Amar | তুই কে আমার
Singer - Keshab Dey (KD)
Music - Keshab Dey
Lyrics - Keshab | Badal Paul
---------------------------------------------------------
তোকে দিন দুপুরে দেখেও যদি মন খারাপ
বেশ কর তবে বলতে হবে তুই কে আমার,
তোকে ভাবতে চেয়ে মনে।
যদি প্রেম হোতো কেমন হয় তবে অন্য কিছু
ভাবছি ইশারায়, বেহায়া মন কেন খোঁজে
অকারণ তোকে।
সাজানো গল্পরা শুধু যে তোকে ঘিরে স্বপ্ন
হাজার বুনে যাই, তোকে দিন দুপুরে দেখে
ও যদি মন খারাপ বেশ কর তবে বলতে
হবে তুই কে আমার।
তবে বলতে হবে তুই কে আমার, আমার
জীবনে যা ছিল সবই না পাওয়া রুপকথা
অজানা স্বপ্নেরই দেশে যেন খুঁজি তোর
ঠিকানা।
নিজেকে বুঝেছি নতুন করে তোমায় পেয়ে
অগো ছালো দিন গুলো চায় যেতে তোমার
হতে জেগে আছি রাত পাহারায় ।
তোকে দিন দুপুরে দেখেও যদি মন খারাপ
বেশ কর তবে বলতে হবে তুই কে আমার ,
তবে বলতে হবে তুই কে আমার।
অল্প আলোতে মেঘেদের দেশে চল উড়ে
বেড়াই, অজানা খামে সেই চেনা নাম দেখে
তোর চিঠি পাই।
জানিনা কি ভাবে ক্ষনে ক্ষনে সব ভুলে যাই
হয়তো তোমারই কাছে বারেবার যেতে চাই
খুশির চাদর উড়ে যাই।
তোকে দিন দুপুরে দেখেও যদি মন খারাপ
বেশ কর তবে বলতে হবে তুই কে আমার ,
তোকে ভাবতে চেয়ে মনে।
যদি প্রেম হোতো কেমন হয় তবে অন্য কিছু
ভাবছি ইশারায়, বেহায়া মন কেন খোঁজে
অকারণ তোকে।
সাজানো গল্পরা শুধু যে তোকে ঘিরে স্বপ্ন
হাজার বুনে যাই, তোকে দিন দুপুরে দেখে
ও যদি মন খারাপ বেশ কর।
তবে বলতে হবে তুই কে আমার, তবে বলতে
হবে তুই কে আমার।
---------------------------------------------------------
💓💓💗গানটি ভালো লাগলে 👉শেয়ার👈করতে ভুলবেন না যেন
ধন্যবাদ সবাইকে💓💓💗
0 Comments