Samz vai New Bolo Kiser Tore Song Lyrics in Bengali | ( বলো কিসের তরে ) | Bengali New Song Lyrics 2020

Bolo Kiser Tore Song Lyrics in Bengali Singer Samz Vai Bengali New Samz Vai Song Lyrics 2020 - Samz Vai Lyrics

Samz vai Bolo Kiser Tore Song Lyrics in Bengali; (বলো কিসের তরে গান লিরিক্স) Bangla New Samz Vai Song Lyrics 2020

------------------------------
Song Credits

Song : Bolo Kiser Tore Song
Singer : Samz Vai
Lyrics & Tune : Samz Vai
Mix & Master : Samz Vai
Edit & Vfx : Lutfor Rahman Emu
Label : Samz Vai official

------------------------------

Samz vai Bolo Kiser Tore Song Lyrics in Bengali; (বলো কিসের তরে গান লিরিক্স)

চার পায়ে হেঁটে চলবে দেহ, পিছু ফেলে সব
মায়ামোহ হবে না কেউ আমার সাথি আমার
একলা ঘরে ওরে...কেনো এলাম এ ধরাতে?

কি করিলাম সঙ্গে নিতে? সব হারাইলাম মায়ায়
পইড়া, জীবন নেশার ঘোরে....বলো কিসের
তরে যাচ্ছি মেতে?

কষ্ট গুলো মাথা পেতে, করছি লড়াই নিছক
আমি....না চিনিয়া মোরে...যদি আয়নার আমিই
আমার না হয়,

কি হারাবার করিবো ভয়? মৃত্যুর চেয়ে এতো
আপন বলো আর কি হতে পারে....ওরে...মাতাল
হইয়া রঙের মেলায়,

একলা কেনো যাওয়ার বেলায়? ঘরখানা মোর
পর করিলাম, আপন আপন করে...এতো
ভালোবাসা আমার,

চিন্তায় বেহুশ হবো কাহার !! আছো নি কেউ ?
যাওয়ার বেলায় হাতটা রাখবা ধরে...বলো কিসের
তরে যাচ্ছি মেতে?

কষ্ট গুলো মাথা পেতে, করছি লড়াই নিছক
আমি....না চিনিয়া মোরে...যদি আয়নার আমিই
আমার না হয়,

কি হারাবার করিবো ভয়? মৃত্যুর চেয়ে এতো
আপন বলো আর কি হতে পারে....

------------------------------

বি দ্রঃ ঘরে থাকুন, সুস্থ থাকুন ।
নিজে বাঁচুন, দেশকেও বাঁচান ।



Post a Comment

0 Comments

close