KAnnA Jesan Ovi New Song Lyrics in Bangla | ( জিসান অভি নতুন গাঁজা সং কান্না ) | Jesan Ovi New KaNnA | Bangla New Gaja Song 2020

KAnnA Jesan Ovi New Song Lyrics in Bangla ( জিসান অভি নতুন গাঁজা সং কান্না ) Jesan Ovi KaNnA Bangla New Gaja Song 2020 - Jesan Ovi New Gaja Song Lyrics

KAnnA Jesan Ovi New Song Lyrics in Bangla ( জিসান অভি নতুন গাঁজা সং কান্না ) Jesan Ovi KaNnA Bangla New Gaja Song 2020


Kanna New Gaja Song Lyrics in Bangla Singer By Jesan Ovi. ( জিসান অভি নতুন গাঁজা সং কান্না লিরিক্স ) Jesan Ovi New Gaja Song Kanna Lyrics And Tune By Jesan Ovi. KAnna Song Mixing By Stromz Vai. Jesan Ovi Gaja New Song 2020 Bangla New Song Lyrics 2020



<<<----------->>>
Song Details

Singer : Jesan Ovi
LYRICS : Jesan Ovi
Tune : Jesan Ovi 
Mixing: Stromz Vai

<<<----------->>>

Jesan Ovi New Gaja Song Kanna Lyrics in Bangla; ( কান্না জিসান অভি নতুন গাঁজা গান লিরিক্স )

আমার রঙিন দিন গুলা কাইড়া নিয়া
সব করলিরে অন্ধকার,

আমার রঙিন দিন গুলা কাইড়া নিয়া
সব করলিরে অন্ধকার,

যদি জানতাম এমন হইবো
বাসতাম নারে ভালো,

হাসি মাখা মুখ টা আমার
মেঘের মতোন কালো,

তোর দুঃখেতে আমি ছিলাম
ছিলাম রে তোর পাশে,

নেশায় জ্বলে কলিজাটা
পোড়া গন্ধ আসে,

কি সুখ দিলি রে বন্ধু সুখের
এতো জ্বালা,

তোরি সুখে সুখী আমি
অন্তর পুইড়া কালা,

কি ভুল ছিলো বলনা একবার
কেনো করলি ছলনা,

যাবার আগে এতো কানলাম
তোর তো মন গলে না,

কি ভুল ছিলো বলনা একবার
কেনো করলি ছলনা,

যাবার আগে এতো কানলাম
তোর তো মন গলে না,

সত্যি করে বলছি তোকে তুমিই
শেষ ভালোবাসা,

তোমার ভেতরেই খুঁজে যেতাম
আমার সব স্বপ্ন আশা,

সত্যি করে বলছি তোকে তুমিই
শেষ ভালোবাসা,

তোমার ভেতরেই খুঁজে যেতাম
আমার সব স্বপ্ন আশা,

তুই যা চলে যা কোনো পরিচিত ডাকে,

বাড়ি ফিরে আসিস রে তুই সন্ধ্যে নামার আগে,

আমি তোরে ভালোবাসি বন্ধু
আর কাউরে চাই না,

কসম লাগে বন্ধুরে তুই
আবার ফিরে আয় না,

কি সুখ দিলি রে বন্ধু সুখের
এতো জ্বালা,

তোরি সুখে সুখী আমি
অন্তর পুইড়া কালা,

কি ভুল ছিলো বলনা একবার
কেনো করলি ছলনা,

যাবার আগে এতো কানলাম
তোর তো মন গলে না,

কি ভুল ছিলো বলনা একবার
কেনো করলি ছলনা,

যাবার আগে এতো কানলাম
তোর তো মন গলে না,

কি ভুল ছিলো বলনা একবার
কেনো করলি ছলনা,

যাবার আগে এতো কানলাম
তোর তো মন গলে না,

কি ভুল ছিলো বলনা একবার
কেনো করলি ছলনা,

যাবার আগে এতো কানলাম
তোর তো মন গলে না,



<<<----------->>>
ধন্যবাদ সবাই কে



Post a Comment

0 Comments

close