Prithibir Boyos Bere Gojol Lyrics in Bengali ( পৃথিবীর বয়স বেড়ে গজল লিরিক্স বাংলা শিল্পী আহমদ আবদুল্লাহ'র ) Ahmod Abdullah New Islamic Song 2020 - Ahmod Abdullah Islamic Song Lyrics

Prithibir Boyos Bere Bangla New Gojol Singer By Ahmod Abdullah. ( পৃথিবীর বয়স বেড়ে গজল শিল্পী আহমদ আবদুল্লাহ'র ) Bangla New Gojol Lyrics. Prithibir Boyos Bere Bengali New Gojol Lyrics By Ahmod Abdullah. Tune Created by Ahmod Abdullah
<<<---------------->>>---------------->
<---------------->Song Credits
Singer : Ahmod Abdullah
Lyrics & Tune : Ahmod Abdullah
Record Label : Holy Music Studio
Sound Design : Ashraf Bin Ahmed
V.Edit : Afrid Pressent
Management & Director : Enam Bin Siddik
<<<---------------->>>---------------->
<---------------->পৃথিবীর বয়স বেড়ে
পা দিয়েছে শেষ জামানায়
সহসাই হারিয়ে যাবে
গহিন তলে দূর অজানায়
যা কিছু করার তোমার
করে নাও এবেলায়
পাবেনা সময় দেখো বেলা বয়ে যায়
পৃথিবীর সবকিছু আর আগের মতো নেই
প্রকৃতি আজ বদলে গেছে হারিয়ে ফেলে খেই
বুঝি আজ সময় এলো
প্রলয়ের বীন বাজিলো
খুজে ফেরে আজরাইল তোমায়
দুনিয়া তোমায় কিছু দেবে নাকো
তুমি দুনিয়ার ভোগ বিলাশে আপনহারা
সফলতা তুমি পাবে নাকো
সঠিক পথে চলা ছাড়া
জামানার পথচলা আজ পড়ন্ত বেলায়
দেবার কিছু নেই যে তাহার চরম অসহায়
শুধু আজ কুরআন ছাড়া
সবই তো ভ্রান্তি ভরা
ফিরে এসো কুরআনের ছায়ায়
<<<---------------->>>---------------->
<---------------->---------------->---------------->---------------->


0 Comments