Thaiko Na Ghumaiya Islamic Song Lyrics in Bengali | রমজান মাসের সেরা গজল ২০২০ | By Sanvir Riyad | Bengali New Islamic Song 2020

Here JagoLyrics Presents Bangla Islamic Song 2020 "Thaiko Na Ghumaiya Islamic Song Lyrics in Bengali " By Sanvir Riyad,Lyric & Tune By Sanvir Riyad. Hope Our All Friends Love This Islamic Song 2020 - Sanvir Riyad Lyrics Gojol 2020

Thaiko Na Ghumaiya Islamic Song Lyrics in Bengali | রমজান মাসের সেরা গজল ২০২০ | By Sanvir Riyad |  Bengali New Islamic Song 2020


-----------------------------------------
Song Credits

Song : Thaiko Na Ghumaiya Islamic Song
Singer : Sanvir Riyad
Lyric & Tune : Sanvir Riyad
Mix Master : Sanvir Riyad
Produced By : Sujaul Islam

-----------------------------------------

Thaiko Na Ghumaiya Islamic Song Lyrics in Bengali; থাইকো না ঘুমাইয়া ইসলামিক গজল লিরিক্স বাংলা;

তোমরা তাইকো না ঘুমায়া রাতে ওঠো
রাখতে রোজা সেহরী খাইয়া, তোমরা
তাইকো না ঘুমায়া রাতে ওঠো রাখতে
রোজা সেহরী খাইয়া ।

দেখো রমজানেরী ঐ চাঁদ উইঠাছে পয়গামে
রুপ নিয়া, দেখো রমজানেরী ঐ চাঁদ উইঠাছে
পয়গামে রুপ নিয়া । রাতে ওঠো রাখতে রোজা
সেহরী খাইয়া ।

তোমরা তাইকো না ঘুমায়া রাতে ওঠো রাখতে
রোজা সেহরী খাইয়া, রোজা রাখলে কাদের গুনী
হয় যে অ মহান ধনী । রোজা রাখলে কাদের গুনী
হয় যে অ মহান ধনী ।

ও সে রোজা দিবে কাল হাশরে জান্নাতে
পৌঁছায়া, ও সে রোজা দিবে কাল হাশরে
জান্নাতে পৌঁছায়া ।

রাতে ওঠো রাখতে রোজা সেহরী খাইয়া,
তোমরা তাইকো না ঘুমায়া রাতে ওঠো রাখতে
রোজা সেহরী খাইয়া ।

দেখো রমজানেরী ঐ চাঁদ উইঠাছে পয়গামে
রুপ নিয়া, রমজানেরী ঐ চাঁদ উইঠাছে
পয়গামে রুপ নিয়া ।

রাতে ওঠো রাখতে রোজা সেহরী খাইয়া,
তোমরা তাইকো না ঘুমায়া রাতে ওঠো রাখতে
রোজা সেহরী খাইয়া ।

ও সে রহমত ও যে নিয়ে এলো আল্লাহ্‌র
হুকুম হইলো, ও সে রহমত ও যে নিয়ে
এলো আল্লাহ্‌র হুকুম হইলো ।

ও সে ফরয নামের হুকুম পালন করো গো
মন দিয়া, ও সে ফরয নামের হুকুম পালন
করো গো মন দিয়া ।

রাতে ওঠো রাখতে রোজা সেহরী খাইয়া,
তোমরা তাইকো না ঘুমায়া রাতে ওঠো রাখতে
রোজা সেহরী খাইয়া ।

ও সে বরকত অ যে নিয়ে এলো মানব জাতির
বন্ধু হলো, ও সে বরকত অ যে নিয়ে এলো মানব
জাতির বন্ধু হলো ।

ও সে বন্ধু হয়ে আল্লাহ্‌ নামের সুধা দেয়
বিলায়া, রাতে ওঠো রাখতে রোজা সেহরী খাইয়া,
তোমরা তাইকো না ঘুমায়া রাতে ওঠো রাখতে
রোজা সেহরী খাইয়া ।

দেখো রমজানেরী ঐ চাঁদ উইঠাছে পয়গামে
রুপ নিয়া, রমজানেরী ঐ চাঁদ উইঠাছে পয়গামে
রুপ নিয়া । রাতে ওঠো রাখতে রোজা সেহরী খাইয়া,
তোমরা তাইকো না ঘুমায়া রাতে ওঠো রাখতে
রোজা সেহরী খাইয়া ।

দেখো রমজানেরী ঐ চাঁদ উইঠাছে পয়গামে
রুপ নিয়া, রমজানেরী ঐ চাঁদ উইঠাছে পয়গামে
রুপ নিয়া । রাতে ওঠো রাখতে রোজা সেহরী খাইয়া,
তোমরা তাইকো না ঘুমায়া রাতে ওঠো রাখতে
রোজা সেহরী খাইয়া ।

ও সে মাগফেরাত ও নিয়ে এলো মানব জাতির
মুক্তি পেলো, ও সে মাগফেরাত ও নিয়ে এলো
মানব জাতির মুক্তি পেলো ।

ও সে নাজাত নামের মাগফিরাত ও নিলো
বহিয়া, ও সে নাজাত নামের মাগফিরাত ও
আনিলো বহিয়া ।

রাতে ওঠো রাখতে রোজা সেহরী খাইয়া,
তোমরা তাইকো না ঘুমায়া রাতে ওঠো রাখতে
রোজা সেহরী খাইয়া ।

তোমরা তাইকো না ঘুমায়া রাতে ওঠো রাখতে
রোজা সেহরী খাইয়া, তোমরা তাইকো না ঘুমায়া
রাতে ওঠো রাখতে রোজা সেহরী খাইয়া ।

তোমরা তাইকো না ঘুমায়া রাতে ওঠো রাখতে
রোজা সেহরী খাইয়া । তোমরা তাইকো না ঘুমায়া
রাতে ওঠো রাখতে রোজা সেহরী খাইয়া ।

-----------------------------------------
আমাদের ওয়েবসাইট এর পক্ষ থেকে সবাইকে 

💕💕 পবিত্র রমজানের শুভেচ্ছা 💕💕



Post a Comment

1 Comments

close